রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ | আপডেট: ৩:৫৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): প্রতি বছরের ন্যায় এবছরেও দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ১৭তম বার্ষিক অনুষ্ঠান আগামী বাংলা ৫ই ফাল্গুন (ইং ১৮ই ফেব্রুয়ারি) রোজ মঙ্গলবার রাত্রিতে শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা ৭ই ফাল্গুন (ইং ২০ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় শুভলগ্নে শ্রীমদভাগবত পাঠ ভাগবত অন্তে শুভ গন্ধাধিবাস অনুষ্ঠিত হবে। আধিবাস কীর্তন পরিবেশন করবেন (মাষ্টার অজয় দাস) হরে কৃষ্ণ সম্প্রদায়, কেশবপর। বাংলা ৮ই ফাল্গুন (ইং ২১ ফেব্রুয়ারি) শুক্রবার অরুনোদয় ৫ই ফাল্গুন (২২ই ফেব্রুয়ারি) শনিবার পর্যন্ত ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যঞ্জানুষ্ঠান। বাংলা ১০ই ফাল্গুন (ইং ২৩শে ফেব্রুয়ারি) রবিবার সকালে পদাবলী কীর্তন মধ্যাহ্নে শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ। অধিবাসের দিনে সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন শ্রী প্রশান্ত বসু, যশোর ও শ্রীল নারায়ন উত্তম গৌষ্বামী, খড়িঞ্চী, মণিরামপুর। অনুষ্ঠানে মহাপ্রভুর ভোগ প্রসাদ দিতে ইচ্ছুক ভক্তবৃন্দ, নাম ও গোত্রসহ ২৫১ টাকা জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন। মহানাম সুধা পরিবেশন করবেন মীরা সম্প্রদায় ডুমুরিয়া, খুলনা। শ্রী অদ্বৈত সম্প্রদায় (মাষ্টার মনাশীষ বালা, সংঙ্গীত বিভাগ, রাজশাহী বিশ্ব বিদ্যালর) বটিয়াঘাটা, খুলনা। শ্রী শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (মাষ্টার অনিমেস সরকার) সাতক্ষীরা। শিশু কিশর সম্প্রদায় (মাষ্টার মা মনি, পাটকেলঘাটা) সাতক্ষীরা। হরে কৃষ্ণ সম্প্রদায় (মাষ্টার অজয় দাস) কেশবপুর। শ্রী গুরু সম্প্রদায় (মাষ্টার প্রুদল্য রায়) মণিরামপুর। পথের পাগল সম্প্রদায় (মাষ্টার দিনবন্ধু রায়) কুমার শীমা। মিতালী সম্প্রদায় (মাষ্টার বিধান সরকার) খালিয়া। ভক্তবৃন্দের যে কোন দান সাদরে গ্রহন করা করা হবে। সার্বিক পরিচালনা করবেন রামপুর রাজবাড়ী, কমলপুর, চালুয়াহাটি, ইচানী, গৌরীপুর, কোমরপোল, রন্তেশ্বরপুর, খালিয়া, সিংহের খাজুরা, রাজগঞ্জ, লক্ষনপুর, ঝাঁপা, রামনাথপুর, নেংগুড়াহাট, হানুয়ার, হরিশপুর, রসুলপুর ও মোবারকপুর সহ রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশান ও দেবঙ্গনের সেবক বৃন্দ। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ২৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য