পাইকগাছার সাবেক সহকারী কমিশনার (ভূমি) আউয়ালকে শুভেচ্ছা প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়ালকে উপজেলা প্রশাসন, মফস্বল সংবাদিক ফোরাম ও পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছালে প্রশাসন ও সাংবাদিক সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চ এবং শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও সার্ভেয়ার সাকিরুল ইসলাম। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ৩১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি