পাটকেলঘাটায় হানিফ পরিবহনের ধাক্কায় পান ব্যবসায়ী নিহত প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০ | আপডেট: ১১:৫১:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০ নিজস্ব প্রতিবেদক: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় হানিফ পরিবহনের ধাক্কায় পান ব্যবসায়ী আব্দুস সাত্তার শেখ(৩৫) নিহত হয়েছে। নিহত সাত্তার শেখ পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬ টার দিকে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, সকালে কুমিরা বাজার থেকে পান কিনে বাইসাইকেলে বাড়ি ফিরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরাগামী হানিফ পরিবহন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ চুকনগর হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স নিরাপদ সড়ক চাইপরিবহনের ধাক্কায় নিহতসড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি ৪২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু