সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ | আপডেট: ৯:২৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ এম,এ,মান্নান, তালা(সাতক্ষীরা): ঐতিহ্যবাহী অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্টান সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৬ই ফেব্রুয়ারি সকালে অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আমানুল্লাহ আল হাদী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমারেশ কুমার দাশ, বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন সাজেক্রীস সাতক্ষীরা এর সাধারন সম্পাদক কে এম আনিছুর। গত ২৯ ডিসেম্বর এ অনুষ্টান শুরু হলে প্রতিকুল আবহাওয়ার কারনে বন্ধ হয়ে যায়।এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আবারও তা বাস্তবায়ন করা হয়েছে।বিদ্যালয়টির প্রতিষ্টাতা হেড টিচার্স রফিকুল হাসানের সার্বিক প্রচেষ্টায় এ শিশুশিক্ষা কেন্দ্র মানুষগড়ার অন্যতম কারিগর বলে মন্তব্য করেন অতিথিরা। অতিথিরা বলেন শিশুদের মেধাবিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও একান্ত জরুরী।অভিভাবক, শিক্ষার্থী,শিক্ষকমন্ডলী একে অপারকে বুঝলেই তবে একজন শিশুর শিক্ষাদানের ক্ষেত্র তৈরী হয়।সাতক্ষীরা কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগাতায় সকলকে খেলার সুযোগ সৃষ্টি করে দৃষ্টান্ত রেখেছেন।কেননা একটি শিশুর শিক্ষাদানে যারা জড়িয়ে প্রত্যেকে গুরু দায়িত্ব পালনে উজ্জ¦ল সম্ভাবনা তৈরী হয়। ৪টি শ্রেণিতে ১৮টি করে ৭২টি পুরষ্কার এবং শিক্ষকমডলী, অফিস স্টাফ, স্কুল স্টাফ ও অভিভাবকবৃন্দের বিভিন্ন ক্রীড়াসহ বিশেষ আকর্ষণ শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ২৫টি পুরষ্কার – সর্বমোট ৯৭টি পুরষ্কার অর্জনকারী নির্ধারিত হয়েছে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ২৩০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত