তালায় পুলিশের ঝটিকা অভিযানে ৬২৫পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ | আপডেট: ১:২২:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ এম এ মান্নান: তালা থানার ওসি মেহেদি রাসেল এর নেতৃত্বে পুলিশের ঝটিকা অভিযানে ৬২৫ পিস ইয়াবা সহ মাদক সম্রাট রুবেল হোসেন (২৯) কে হাতেনাতে গ্রেফতার করেছে। আটক রুবেল সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিজানুর সরদারের পুত্র। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল জানান, মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার তেঁতুলিয়া গ্রামের মহির সরদারের বাড়ির সামনে থেকে রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রুবেলের কাছ থেকে ৬২৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি করা নগদ ৫০৫০টাকা উদ্ধার করা হয়। আটক রুবেল দীর্ঘদিন এ অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারিভাবে মাদক বিক্রি করতো বলে জানান পুলিশ। এ সময় অভিযানের সহযোগিতা করার জন্য স্থানীয় ইউপি সদস্য ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সোনা, ছাত্রলীগের তালা উপজেলা সভাপতি শেখ সাদী সহ উপস্থিত এলাকাবাসীকে ধন্যবাদ জানান ওসি মেহেদী রাসেল। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/তালা(সাতক্ষীরা) ৬২৫ পিস ইয়াবা সহ আটকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ৩৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত