পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় গুচ্ছগ্রামের ৪ জন আহত প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ | আপডেট: ৯:২৭:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুচ্ছগ্রামের ৪ জন বাসিন্দা আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে বলে জানাগেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার ভৈরবঘাটা গুচ্ছগ্রামের ১৫ বিঘা আয়তনের ৩টি ঘের নিয়ে গুচ্ছগ্রামের বাসিন্দা মফিজুল গাজী গংদের সাথে প্রতিপক্ষ কাজীমুছা গ্রামের নূর ইসলাম খাঁ গংদের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে গুচ্ছগ্রামের বাসিন্দারা নিজেদের ঘেরের দখল বুঝে নিবে এমন খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে প্রতিপক্ষরা গুচ্ছগ্রামে অনধিকার প্রবেশ করে বাসিন্দাদের ওপর অতর্কিত হামলা করে। এতে গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত উজির গাজীর ছেলে কাশেম গাজী (৬৫), ছেলে খায়রুল গাজী (৩২), তপন শিকারীর স্ত্রী বুলু রানী শিকারী (৪২) ও মৃত মাদার শেখের ছেলে নাজিবর শেখ (৪৫) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে হামলার খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ি পুলিশের এসআই অভিজিৎ ঘটনাস্থল থেকে প্রতিপক্ষদের একজনকে আটক করে বলে স্থানীয়রা জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ১৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি