শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ | আপডেট: ৮:২৬:অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শেয়ারবাজারে চলমান অস্থির অবস্থা কাটিয়ে ওঠার জন্য বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সরকারি চার বাণিজ্যিক ব্যাংকের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ত্রৈমাসিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহীসহ (সিইও) এমডিরা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টিও পর্যালোচনা করা হয়। এসময় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সভা অনুকূলে মতামত প্রদান করে এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়। সুন্দরবনটাইমস.কম/রহমান আজিজ/ঢাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংবাদটি ২৮৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ১৩০কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় আইটি সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী পলক সব ধরনের ঋণে দুই মাসের সুদ স্থগিত