সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাদার নদী থেকে বনবিভাগের নৌ-চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১১:০৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাদার নদী থেকে নবাব আলী গাজী (৬৫) নামের এক বন বিভাগের কৈখালী ষ্টেশন অফিসের নৌযান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মৃত নবাব আলী শ্যামনগর উপজেলার পুর্ব কৈখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান,সোমবার রাত ১১ টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকার কোষ্টগার্ড অফিসের পল্টুনে বেঁধে থাকা বনরক্ষীর পোশাক পরা অবস্থায় নবাব আলীকে পুলিশ উদ্ধার করে।

নিহতের ছেলে কাছিকাটা টহলফাড়ির নৌ-যান চালক মোঃ রফিকুল ইসলাম জানান, তার পিতা দীর্ঘদিন ধরে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ষ্টেশনে নৌ-যান চালকের কাজ করছিলেন। রাত দশটার দিকে তার মুটোফোনে কল দিয়ে কেউ তাকে ডাকে নিয়ে যায়। পরে পল্টুনে বাধা উপুড় হয়ে ডুবে থাকা অবস্থায় পুলিশ উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বন বিভাগের সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের সহকারি বন সংরক্ষক এম এ হাসান বলেন, ‘নবাব কৈখালী স্টেশনের পেইড নৌযান চালক। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ঠিক বলা যাচ্ছে না। স্টেশন কর্মকর্তা একটি সাক্ষী দিতে খুলনায় ছিল। তিনি ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক