খেদাপাড়ার বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে শীতকালিন পিঠা উৎসবে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১২:৩৬:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ উত্তম চক্রবর্তী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি মণিরামপুর উপজেলার খেদাপাড়ার বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে অনুষ্ঠিত শীতকালিন পিঠা উৎসব পরিদর্শন করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের পিঠা উৎসব পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও মন্ত্রীর সহধর্মিনী তন্দ্রা ভট্টাচার্য্য, বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের সভাপতি সুব্রত চক্রবর্তী, সাবেক সভাপতি সাধন নন্দী, সাধারণ সম্পাদক সুব্রত পাল, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ভোলা, অশোক কুমার মল্লিক, যুবলীগের অন্যতম নেতা তারক দেবনাথ, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমূখ। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মণিরামপুর(যশোর) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যশীতকালিন পিঠা উৎসব সংবাদটি ২৬৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য