ঢাবি ছাত্রী ধর্ষণ: শাস্তির দাবীতে পাটকেলঘাটা ডিগ্রী কলেজে মানববন্ধন প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ | আপডেট: ৩:৩২:অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা হারুন-অর-রশীদ ডিগ্রী কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮ জানুয়ারী) দুপুরে কলেজে সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দু’ধারে কয়েকশ শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে পাটকেলঘাটা হারুন-অর-রশীদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ওসমান গনীর সভাপতিত্বে ও নেতৃত্বে বক্তব্যে রাখেন, কলেজের অধ্যক্ষ ফকির আহমেদ, পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সধারণ সম্পাদক ইকরামুল, পাটকেলঘাটা মাদ্রাসা ছাত্রলীগ এর সভাপতি পারভেজ, যুগীপুকুরিয়া ০৬নং ওয়ার্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক ইমরান হোসেন শাহীন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, যারা ধর্ষণকারী, তারা বিকৃত মস্তিকের। বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই। যারা ধর্ষণ করেছে তাদের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্ররা সোচ্চার থাকবে। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক সংবাদটি ২৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু