রাজগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগ প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০ | আপডেট: ৭:১১:অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর(যশোর): বৃষ্টিতে ভিজছে সারাদেশ। কনকনে ঠাণ্ডা না থাকলেও হিমেল হাওয়ায় মধ্যরাত থেকেই মণিরামপুরের রাজগঞ্জের আকাশ ছিল মেঘলা। এরপর বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যা অব্যাহত রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্তও। এদিকে, চলমান বৃষ্টি নিয়ে এসেছে সীমাহীন ভোগান্তি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সকাল বেলায়ও সন্ধ্যার আঁধার, লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে বৃষ্টি অন্যদিকে কর্ম সংকট- দুই মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মণিরামপুরের রাজগঞ্জবাসী। বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। আবার সঙ্গে ছাতা না থাকায় ভিজতে বাধ্য হয়েছেন তারা। গতকাল শুক্রবার ছুটির দিন হলেও সকালে বের হওয়া মানুষ বৃষ্টিতে ভিজে ও চরম ভোগান্তি অপেক্ষা করে গন্তব্যে রওনা দিয়েছেন। ফলে গন্তব্যে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এতে ভোগান্তি চরমে ওঠে। আবহাওয়া বার্তায় বলা হচ্ছে- আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। সুন্দরবনটাইমস.কম/উত্তম চক্রবর্তী গুড়ি গুড়ি বৃষ্টি সংবাদটি ২৭১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য