তালায় মাদ্রাসার ৫ লক্ষ টাকার বৈজ্ঞানিক সরঞ্জাম চুরি প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালার মাগুরা পীরশাহ জয়নুদ্দীন দাখিল মাদ্রাসার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ক্লাশের জন্য ব্যবহৃত সরঞ্জাম চুরি হয়েছে। শুক্রবার (২৭ডিসেম্বর) দিবাগত রাতে সংঘটিত চুরির ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের সুপার। মাগুরা পীরশাহ জয়নুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার আলা উদ্দীন জানান, শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসার অফিস কক্ষের তালা কেটে চোরেরা রক্ষিত বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ক্লাশের জন্য ব্যবহৃত সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এদিকে এলাকাবাসী জানান, মাদ্রাসার লাইটগার্ড হান্নান স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা হওয়ায় মাদ্রাসায় না থাকার কারণে রাতে চুরি সংঘটিত হয়েছে। তালা থানার ওসি তদন্ত সেকেন্দার আলী চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেলে চুরির সাথে জড়িতদের সনাক্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার সংবাদটি ২১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত