তালায় মাছের ঘেরে পাওনা টাকা আনতে যেয়ে পাওনাদার আহত প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ১১:৪৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯ এম,এ,মান্নান,তালা: তালায় মাছের ঘেরে পাওনা টাকা আনতে যেয়ে আরাফাত ফিসের মালিক হাফিজুর রহমান সেলিম আহত হয়েছে। ভূক্তভোগী সূত্রে জানা যাই গত ১৮ ডিসেম্বর তালার জাতপুর বাজারের মৎস্য আড়ৎ আরাফাত ফিস মালিক হাফিজুর রহমান সেলিম একই উপজেলার মোবারকপুর গ্রামের আলাল শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ(৩৫) ১ বছর আগে আড়তে মাছ দেওয়ার নামে এক লক্ষ টাকা নিয়ে যায়। এর পর থেকে ঐ আড়তে কোন মাছ না দেওয়ায় আড়ৎ মালিক প্রতারক জাহাঙ্গীরের নিকট টাকা ফেরত চাইলে গত ১৮ ডিসেম্বর বেলা ২ টায় জাহাঙ্গীরের মোবারকপুর ঘেরের অবদায় টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করেন ধারাল দা দিয়ে মাথার বাম পাশে একটি কোপ দেয়। ঘটনাস্থলে হাফিজুর রহমান সেলিম মাটিতে লুটে পড়ে এবং তার জ্যাকেটের পকেটে থাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার মৎসব্যবসায়ী পাটনার মোঃ জিন্নাত হোসেন শেখ ও রবিউল ইসলাম দুলু খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তালা থানায় মামলার প্রস্তুতি চলছিল। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ২০৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান