“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়” : জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ৭:২২:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতবার বেলা ১১ টায় শহরের সরকারি কলেজ সংলগ্ন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক এ সময় বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নিয়ে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের একটি গুরুত্বপুর্ন অংশ। তাদেরকে পিছিয়ে রাখার কোন অবকাশ নেই। পারিবারিক এবং সামাজিকভাবে সবার উচিত প্রতিবন্ধীদের এগিয়ে নিতে স্ব স্ব ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামালপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সংবাদটি ১৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান