স্বাধীনতা তুমি প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ৩:১১:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ স্বাধীনতা তুমি …………শ্যামল বণিক অঞ্জন………… স্বাধীনতা তুমি রক্তের জোয়ারে ভেসে আসা এক অমূল্য রতন, অসীম ত্যাগ তিতিক্ষা বেদনা আর দীর্ঘশ্বাসের হাওয়ায় ভেসে আসা একটি শৃঙ্খলিত জাতীর মুক্তির বার্তা। স্বাধীনতা তুমি স্নেহময়ী জননীর মায়াবী মুখচ্ছবি, সোহাগী বোনের চপলতা প্রিয়তমা প্রেয়সীর স্বপ্নভরা আগামীর মহাপরিকল্পনা। স্বাধীনতা তুমি মুক্ত বিহঙ্গের ডানা ঝাপটানো কলোরব, আর লাল সবুজের চিত্রপটে আঁকা পরম সুখের ছোট্ট কুঁঠির- প্রিয় স্বদেশ বাংলাদেশ। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা স্বাধীনতা তুমিস্বাধীনতা তুমি সংবাদটি ৩৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?