নারীবাদী প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯ | আপডেট: ৩:০৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯ নারীবাদী …………..শ্যামল বণিক অঞ্জন………….. ভদ্রবেশে সমাবেশে বলছো নারী মুক্তি চাই, ঘরে এসেই পাল্টাও সুর এই শ্লোগানে ভক্তি নাই ! কথায় কথায় পিটাচ্ছো বউ মিটাচ্ছো ঝাল নারীতে, তবু নারী আন্দোলনের থাকছো প্রথম সারীতে ! নারীবাদী বক্তা তুখোড় ফাটাও গলা ভাষণ, শয্যাতে চাও পরনারী ভাবটা ধরো আসনে ! কর্মক্ষেত্রে সহকর্মী নারী শিকার লালসার, নানান মন্ত্রে ষড়যন্ত্রে নির্যাতনই করছো সার ! নারীকে আজ পণ্য করে হচ্ছো ধন্য বাজারে ভাবছো নারী তুচ্ছ ভারী আর, নিজেকে রাজারে ! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা নারীবাদীনারীবাদী সংবাদটি ২৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?