হরিঢালীর প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীনিবাস ঘোষের পরলোকগমন

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯ | আপডেট: ১০:১২:অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষের পিতা ও হরিঢালীর অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীনিবাস ঘোষ (৯৪) হইলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। পার্শ¦বতী রাষ্ট্র ভারতের একটি সরকারী হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তিনি গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মময় জীবন শুরু করে গোলাবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতার মধ্যে দিয়ে অবসর গ্রহন করেন। তার মৃত্যুতে গভীর অনুতপ্ত ও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মীতা জানিয়েছেন, বন্ধুবর প্রতাপকাটী গ্রামের আলহাজ্ব এরফান আলী মোড়ল, কর্মকালীন শিক্ষকবৃন্দ ও সাংবাদিক আমিনুল ইসলাম বজলু।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক