কপিলমুনিতে ভূমি নায়েবের হস্থক্ষেপে অবৈধ দখল মিশন পন্ড!

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ১০:২৭:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার মোঃ জাকির হোসেনের হস্থক্ষেপে দোকানের সামনের সরকারী জায়গা অবৈধ দখল মিশন পন্ড হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কপিলমুনির কাশিমনগর বটতলা নামক স্থানে। এব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহল তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।
জানাযায়, শুক্রবার ১২ টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগর বটতলা নামকস্থানে অবস্থিত ভাড়াটিয়া চা-মুদি দোকানী আলামিন প্রধান সড়কের পাশে থাকা সরকারী সম্পত্তি দখল নিতে কার্যক্রম শুরু করেন। এসময় খবর পেয়ে কপিলমুনি ভূমি নায়েব এসিল্যান্ড পাইকগাছার নির্দেশে সেখানে গিয়ে অবৈধ দখল উচ্ছেদ পূর্বক দখল প্রক্রিয়া প্রতিহত করেন। আর জনগুরত্বপূর্ণ প্রধান সড়কের পাশে অবৈধভাবে দখলের বিষয়টি নিয়ে এলাকাবাসী হতম্ভভ হয়েছেন। এদিকে তালতলা- গোয়ালবাতান ও খুলনা-পাইকগাছার প্রধান এ ত্রিমুখী সংযোগ সড়কের রাস্তার পাশের জায়গা দখলকরে নেওয়ায় প্রতিনিয়ত সেখানে সড়ক দূর্ঘটনা ঘটে চলেছে। তারপর থেমে নেই অবৈধ দখল প্রক্রিয়া। তবে এব্যাপারে এলাকাবাসী, সচেতন মহল ও পথচারীরা সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে কপিলমুনি ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে এসিল্যান্ড পাইকগাছার নির্দেশে অবৈধ দখল উচ্ছেদ করি। শুক্রবার সরকারী ছুটিরদিন কাজে লাগিয়ে চা-মুদি ব্যবসায়ী আলামিন রাস্তার পাশের সরকারী জায়গা দখল করছিল। এছাড়া তালতলা-গোয়ালবাতান রোড়ের সম্মূখ পাশে অবস্থিত ফরিদ মোড়লের দোকানের সামনে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সপ্তাহিক ছুটি থাকায় তাৎক্ষণিক কোন শ্রমিক না পাওয়ায় ভূমি কর্মকর্তা নিজ হাতে শ্রমিকের ভূমিকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্জয় দাশসহ সঙ্গীয় ফোর্স।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক