পাইকগাছায় ১৭ বছর পর আওয়ামীলীগের উপজেলা সম্মেলন

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৯:৩৪:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

মন্টু সভাপতি : টিপু সম্পাদক

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় ১৭ বছর পর আওয়ামীলীগের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে আনোয়ার ইকবাল মন্টু সভাপতি, শেখ কামরুল হাসান টিপু সাধারণ সম্পাদক করে ৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সমীরণ কুমার সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। কমিটির ঘোষণার পূর্বে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সদস্য সচিব রশীদুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের সদস্য এসএম কামাল হোসেন। বক্তব্য রাখেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, কামরুজ্জামান জামাল, এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক, এ্যাডঃ সোহরাব আলী সানা। উপস্থিত ছিলেন, ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ, ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, ড. মাহবুবুল ইসলাম, বিজয় কৃষ্ণ, মানিকুজ্জামান, মহাসিন রেজা, ইমরান হোসেন ইমু, খাদেজা আক্তার, জাহাঙ্গীর আলম প্রমুখ। জামাত থেকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য কেএম আরিফুজ্জামান তুহিনকে সভামঞ্চ থেকে বহিস্কার ঘোষণা করেন জেলা সভাপতি।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক