পাইকগাছায় আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ সভাপতি বিএনপি’র সাত্তার, সম্পাদক আ’লীগের নুর নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ৪র্থ বারের মত এ্যাডঃ আব্দুস সাত্তার সভাপতি ও শেখ তৈয়েব হোসেন নুর সম্পাদক নির্বাচিত হয়েছে। সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শেখ আব্দুর রশীদ, যুগ্ম সম্পাদক শিবুপ্রসাদ সরকার, লাইব্রেরী সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক সুবেহ সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান মিঠু, সদস্য পদে সমরেশ মন্ডল, ভবরঞ্জন বৈদ্য, শেখ আবুল কালাম আজাদ। নির্বাচনে ৬৯জন ভোটারের মধ্যে ৬৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন এ্যাডঃ কিশোরী মোহন মন্ডল, শফিকুল ইসলাম কচি, উত্তম কুমার মন্ডল। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২০৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি