চুকনগরে লবণের মূল্য বৃদ্ধি নিয়ে গুজব: ১ঘন্টার মধ্যে হাজার মণ লবণ অতিরিক্ত মূল্যে বিক্রয় প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ৭:৩৭:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): আগামীকাল থেকে অথ্যাৎ ২০নভেম্বর থেকে সারাদেশে লবণের মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ১০০টাকা করে বিক্রয় করা হবে। এ গুজবটি মঙ্গলবার(১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে কে বা কারা চুকনগর শহরে ছড়িয়ে দেয়। এ সংবাদ অল্প সময়ের মধ্যে শহরে অলিতে গলিতে ছড়িয়ে পড়লে হুজুকে মাতাল জনতা লবণ ক্রয় করা শুরু করে। প্রথমে মুদি দোকানদাররা বিষয়টি আস করতে না পারলেও এভাবে একের পর এক ক্রেতা এসে লবণ ক্রয় করার কারণে তারাও অল্পক্ষনের মধ্যে বিষয়টি জানতে পারে। ফলে ১৫টাকা মূল্যের লুচ লবণ বিক্রয় করা শুরু করে ২০/২৫টাকা কেজি এবং ২৮টাকা দামের আয়োডিন যুক্ত লবণ ৩৫/৪০টাকা মূল্যে বিক্রয় করা শুরু হয়। এভাবে মাত্র আধা ঘন্টার মধ্যে প্রতি কেজি লবণের মূল্য ১০/১৫বেশি দরে বিক্রয় করা শুরু হয়। কিন্তু তারপরও শহরের প্রতিটা মুদির দোকানে লবণ ক্রেতারা লাইনে দাঁড়িয়ে কিনতে থাকে। যতক্ষন পর্যন্ত দোকান গুলোতে লবণ পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত দোকানের সামনে ক্রেতার লাইন দেখা গেছে। এ সংবাদ শুনে স্থানীয় সাংবাদিকরা মুদির দোকান গুলোতে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং লাইনে দাঁড়িয়ে লবণ ক্রয়ের বেশ কয়েকটি ভিডিও স্থানীয় সাংবাদিকরা সংগ্রহ করেন। সন্ধ্যা ৭টার মধ্যে চুকনগর শহরের সকল মুদির দোকানের লবণ বিক্রয় হয়ে যায়। এরপর গ্রামে গ্রামে সংবাদটি ছড়িয়ে পড়লে গ্রামের দোকান গুলোতে অল্পক্ষনের মধ্যে সকল লবণ বিক্রয় হয়ে যায়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি ২৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু