পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা):
পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকালে গণ-সচেতনতামূলক এক র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে সমিতির প্রতিষ্ঠাতা ও বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে “আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, আনোয়ার ইকবাল মন্টু, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, ওয়াল্টনের ম্যানেজার অমিত সাহা, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, হাঁটার সাথী সংগঠণের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ খান বাচ্চু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রভাষক ময়নুল ইসলাম, মোমিন উদ্দীন, আব্দুর রাজ্জাক বুলি, অনিতা রাণী মন্ডল, দিলিপ দাশ ও সমিতির সাধারণ সম্পাদক মিলন রায় চৌধুরী। অনুষ্ঠানে আব্দুল মজিদ বয়াতী ও তার দল জারী গান পরিবেশন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক