খুলনায় সাতক্ষীরা জেলার সেরা ৭জন করদাতাকে সস্মাননা ক্রেস্ট প্রদান প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরা জেলার সেরা ৭জন করদাতাকে সস্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। জেলা কৃষকলীগের সভাপতি বিশিষ্ঠ্য ব্যবসায়ী বিশ্বজিৎ সাধু দীর্ঘমেয়াদী কর প্রদান করায় ১৩ অক্টোবর বেলা ১১টায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট থেকে সস্মাননা ক্রেস্ট গ্রহন করেন। সেরা করদাতা সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল কর অঞ্চাল খুলনা হোটেল সিটি ইন খুলনায় অনুষ্ঠিত হয়। কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আব্দুল মান্নান শিকদার,পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির,কাস্টমস কমিশনার মোস্তবা আলী,কর কমিশনার রফিকুল ইসলাম চৌধুরী,খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা সংবাদটি ২১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু