তালার খলিলনগরে উন্নয়ন প্রচেষ্টা অফিস থেকে মোটর সাইকেল চুরি

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ | আপডেট: ১০:৪৮:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

ডেক্স রিপোর্ট:
তালা উপজেলার খলিলনগর বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টা অফিস থেকে একই রাতে দু’টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩ নভেম্বর) রাতে চোরচক্র অফিসের ছিটকিনি ভেঙ্গে একটি হিরো হাইডিলাক্স ১০০ সিসি লাল রঙের (যার নম্বর সাতক্ষীরা- হ- ১৫- ৬১৩৫) এবং অপরটি টিভিএস মেট্রো ১০০ সিসি ব্লু রঙের মোটর সাইকেল (যার নম্বর- হ-১৬- ৬২৫১) চুরি করে নিয়ে যায়। যার মূল্য ২ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে তালা থানায় অভিযোগ করা হয়েছে।
উন্নয়ন প্রচেষ্টার খলিলনগর শাখা ব্যবস্থাপক আ.ব.ম খুর্শিদুজ্জামান জানান, রবিবার (৩ নভেম্বর) রাত ২ থেকে ৫ টার মধ্যে উক্ত চুরি সংঘটিত হয়েছে। মোটর সাইকেল দুইটির মূল্য প্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা। এ ব্যাপারে তিনি বাদী হয়ে থানায় একটা অভিযোগ করেছেন বলে জানান।
তালা থানার ওসি মেহেদী রাসেল অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটর সাইকেল উদ্ধারের পাশাপাশি চোরচক্র আটকের চেষ্টা চলছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক