আশাশুনিতে অবৈধ কয়লার ভাটা বিনষ্ট প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ কয়লার ভাটা বিনষ্ট ও ভাটায় ব্যবহৃত কাঠ সরকারি কোষাগারে বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলায় বুধহাটা এলাকার কুঁন্দুড়িয়া নদীর তীরে কুন্দুড়িয়া শ্বশ্মান ঘাটের জমি লীজ নিয়ে বুধহাটা গ্রামের শিমুল, ইনামুল, টুটুল ও সুমন সেখানে অবৈধ ভাবে ভাটা স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অভিযোগ উঠে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা জানান,অবৈধ ভাবে ভাটা স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অভিযোগ পেয়ে ঘটনাস্থানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মালিক পক্ষকে না পেয়ে ভাটা ভেঙ্গে বিনষ্ট করে দেওয়া হয় এবং সেখান থেকে প্রচুর কাঠ সরকারি কোষাগারের আওতায় জব্দ করা হয়েছে। এসময় ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক,মেম্বার মতিয়ার রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকাররম হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা অবৈধ কয়লার ভাটা বিনষ্ট সংবাদটি ২৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১