তালার দৃষ্টিপ্রতিবন্ধী ডিগ্রি অধ্যায়নরত জেসমিন খাতুনের আকুতি প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯ | আপডেট: ৫:০৮:অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯ ডেক্স রিপোর্ট: ইচ্ছা শক্তি, চেষ্টা ও সাধনা থাকলে মানুষের অসাধ্য কিছুই নেই। সেটাই প্রমাণ করে দিলেন তালা উপজেলা আটারই গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী জেসমনি খাতুন। দু’চোখে কোন কিছুই না দেখেও তালা মহিলা ডিগ্রি কলেজে ডিগ্রি ২য় বর্ষে অধ্যায়নরত সে। সমাজের বৃত্তবানদের একটু সহযোগিতা পেলে উন্নত চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। জানা যায়, তালা উপজেলার আটরই গ্রামের ফজলুর রহমান সরদার এর কন্যা জেসমিন খাতুন(২০)। অন্যের মুখে পড়া শুনে মুখস্থ করে ২০১৪ সালে দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকে ৪.৬৩ পয়েন্ট পেয়ে সফল ভাবে পাশ করে। তারপর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে বর্তমানে ডিগ্রি ২য় বর্ষে অধ্যায়নরত। এ ব্যাপারে দৃষ্টিপ্রতিবন্ধী কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার বয়স যখন ২ বছর ৬ মাস কখন আমি আমার দাদির পার্শ্বে বসে ছিলাম। দাদি কৌটায় চুন ভিজিয়ে রাখে মুখ বন্ধ করে রাখে ঐ কৌটা ফেটে আমার সর্বাঙ্গ গরম চুন পড়ে সমস্ত শরীর ঝলসে যায়। পরবর্তীতে আমাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করায়। হাসপাতালের কর্মরত ডাক্তার আমার শরীরের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকলেও গরম চুন চোখের ভিতরে গেলেও ১৮ দিন পর আমার বন্ধ চোখ খুলে চিকিৎসা করলেও আমার দু’টি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। অনেক চেষ্টা করেও দৃষ্টি শক্তি ফেরানো সম্ভব হয়নি। এ অবস্থায় আমি অনেক ঘাত-প্রতিঘাত সহজ্য করে আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমি এখন দু’চোখে কিছুই দেখতে পায় না। অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা ও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। গত ১৯/১২/২০১৮ সালে ঢাকার ইস্পাহানি ইসলামীয়া আই হাসপিতালের কার্ণিয়া বিশেষজ্ঞ ডাক্তার মো: শাহ্ জামান এর নিকট চিকিৎসার জন্য যায়। তিনি বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরমর্শ নেওয়ার কথা বলেন। সেখানে চিকিৎসা করাতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হবে বলে তিনি জানান। কিন্তু আমার পিতার মাতার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব নয়। আমি তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের নিকট সাহায্যের জন্য আবেদন করেছি। সাথে সাথে সমাজের বৃত্তবানদের নিকট দাবি জানাচ্ছি আমার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পেলে আমার চোখের কার্ণিয়া সংযোগ করে আমি ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করে আর দশ জন মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারি সেই আকুতি জানাচ্ছি। আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিকাশ নং ০১৭৯২৩৬১২০৬, ০১৯৩২২৭৮৭৬৫। সুন্দরবনটাইমস.কম/আ: আক্তারুল/তালা/সাতক্ষীরা দৃষ্টিপ্রতিবন্ধীর আকুতি সংবাদটি ২২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ