চুকনগরের গোলাপদহে মৎস্য ঘেরে প্রতিনিয়ত পচা পানি সরবরাহ গ্রামবাসীর নামে মামলা

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯ | আপডেট: ৬:১১:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরের গোলপদহের তালতলা-তাতীরাবাদ নামক একটি খাল দিয়ে দীর্ঘ ৪বছর ধরে মৎস্য ঘেরে লোনা, দূর্গন্ধ ও পচা কাঁদার নোংড়া পানি তুলে মাছ চাষ করে আসছে প্রশান্ত ঘোষ নামে এক ব্যক্তি। এঘটনায় এলাকার কতিপয় ব্যক্তি এভাবে জমিতে লোনা পানি তুলে মাছ চাষ না করার জন্য অনুরোধ করলে তিনি পরিকল্পিতভাবে নিজে মৎস্য ঘেরে লোনা পানি, দূর্গন্ধ ও পচা কাঁদার নোংড়া পানি তোলার কারণে কিছু সাদা মাছ মরে যায়। তার ভুলের কারণে মাছ মরে গেলেও তিনি নিরীহ গ্রামবাসীর নামে মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। অথচ সেই থেকে অদ্যবধি আজও তিনি সেই খাল দিয়েই প্রতিনিয়ন মৎস্য ঘেরে লোনা পানি, দূর্গন্ধ ও পচা কাঁদার নোংড়া পানি তুলছেন। আর বিনা কারণে তার প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা মামলায় ঝুলছে নিরীহ গ্রামবাসী।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার গোলাপদহ, চ্যাংমারী, ছোট মুড়াবুনিয়া ও মুড়াবুনিয়া গ্রামের মধ্যদিয়ে তালতলা-তাতীরাবাদ নামক খাল বয়ে গেছে। এ খাল দিয়ে ৪/৫টি বিলের পানি সরবরাহ করে। এ খালের মধ্যবর্তী স্থান ভোলানাথ মন্ডলের বাড়ির সামনে অবৈধভাবে বাঁধ দিয়ে প্রশান্ত ঘোষ নামে এক ব্যক্তি দীর্ঘ ৪বছর ধরে তার মৎস্য ঘেরে পানি তুলে আসছে। প্রতিবছরের ন্যায় এবছরের শুরুতেও তিনি একই খাল দিয়ে মৎস্য ঘেরে পানি তোলার কারণে তার ঘেরের কিছু সাদামাছ মরে যায়। মূলত্র দীর্ঘ কয়েক মাস খালে পানি জমে থাকার কারণে পানি পচে গিয়ে তার মাছ মারা যায়। আজও তিনি সেই খাল দিয়েই পানি তুলছেন। অথচ তিনি গ্রামবাসীকে শায়েস্তা করার জন্য প্রতিহিংসার বশবর্তী হয়ে কোন কারণ ছাড়াই নিজের ভূল কথা স্বীকার না করে গ্রামবাসীর নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার নং-জিআর-২২২/১৯। এলাকাবাসীর প্রশ্ন যে খাল দিয়ে তিনি দীর্ঘদিন ধরে লোনা পানি, দূর্গন্ধ ও পচা কাঁদার নোংড়া পানি তুলেছেন। বর্তমানেও তিনি সেই খাল দিয়ে নিয়মিত লোনা পানি, দূর্গন্ধ ও পচা কাঁদার নোংড়া পানি পানি তুলছেন। অথচ বিনা অপরাধে কেন গ্রামবাসীর নামে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। তাই এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে গ্রামবাসীর নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা তুলে নেয়া হোক।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক