শিক্ষার্থীকে দিয়ে অনার্সের খাতা দেখানো প্রভাষককে শোকজ প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯ | আপডেট: ৩:১৩:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯ প্রতিবেদক, তালা: শিক্ষার্থী দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের বোর্ড পরীক্ষার খাতা দেখানো সেই প্রভাষককে শোকজ করেছে কলেজ কর্তৃপক্ষ আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আদিত্য ব্যানার্জীকে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আদিত্য ব্যানার্জী নিজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খাতা না দেখে ঐ কলেজেরই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী সোমা মহলদারকে দিয়ে দেখানোর ঘটনায় বিভিন্ন মিডিয়ায় স্বচিত্র তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, খবর পেয়ে কলেজেরই এক শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের সহায়তায় বিষয়টি সাংবাদিকদের নজরে আসে। ঘটনার পর এনিয়ে দেশের শীর্ষ অনলাইনসহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক গুরুত্বের সাথে সংবাদ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত অনার্স প্রথম বর্ষের খাতা দেখার খবরে বুধবার দুপুর সাড়ে ১২টায় সংশ্লিষ্ট কলেজের কতিপয় শিক্ষক-কর্মচারীদের সহায়তায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে দেখা যায় ওই ছাত্রী ক্যাম্পাসে অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের খাতা কাটছেন। খাতাগুলো কে দিয়েছেন, কোথায় পেলেন প্রশ্ন করতেই বেরিয়ে পড়ে অজানা কাহিনী। সোমা মহালদার সাংবাদিকদের বলেন, আমার দাদাবাবু খাতাগুলো দিয়েছেন দেখার জন্য। তাই আমি দেখছি। এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের (২০১১৫০১) খাতা। আপনার কাছে কতগুলো খাতা রয়েছে এমন প্রশ্নে ওই ছাত্রী বলেছিলেন, তার কাছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের মোট ৫০টি খাতা রয়েছে। এরপর তিনি তার রুমে গিয়ে বাকি খাতা বের করে দেখান। খাতায় দেখা যায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের ১ আগস্ট। কলেজ ছুটির দিন থাকায় ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী উপস্থিত ছিলেন। পরীক্ষার খাতা শ্যালিকা অথবা ছাত্রীকে দিয়ে দেখানোর বিষয়ে কুমিরা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আদিত্য ব্যানার্জী বলেন, বয়স একটু বেশি হওয়ার কারণে চোখে ঠিকমতো দেখতে পাই না। তাই শিক্ষার্থীর কাছে দিয়েছি দেখার জন্য। তিনি খাতা দেখার বিষয়ে আরো বলেন, বোর্ড থেকে তাকে ২ শ’র স্থলে ৩ শ’ খাতা সরবরাহ করায় অতিরিক্ত চাপে তিনি তার শ্যালিকাকে দিয়ে কিছু খাতা দেখিয়েছেন। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ২০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত