তালায় রিফাত নিখোঁজ, ১২ দিনেও সন্ধান মেলেনি, হতাশ পরিবার প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ প্রতিবেদক, তালা : দীর্ঘ ১১ দিনে নিখোঁজের পরেও রিফাত হোসেন (১৫) বাড়িতে না ফেরায় তার পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামের জাকির হোসেন মোড়লের পুত্র। গত ১২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টার সময় বাড়ি থেকে তার খালুর বাড়ি তালা সদরে যায়। পরদিন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলেও আজও পর্যন্ত বাড়ি ফিরেনি। এঘটনায় তার চাচা শামসুল হক তালা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। ডায়েরী নং ৫৪১, তাং- ১৬/১০/১৯। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল সাদা রঙের চেকের গেঞ্জি ও জিন্স প্যান্ট। এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান দিতে পারে তাহলে তার পরিবার তাকে পুরস্কৃত করবে বলে জানিয়েছে। যোগাযোগ ঃ ০১৭১৮৯২৭৭৬০। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ৩৫৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত