৩শ লিটার ফরমালিনসহ সাতক্ষীরার কুলিয়া থেকে এক চোরাকারবারী আটক প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯ | আপডেট: ৬:১০:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: ভারত থেকে অবৈধ পথে আনা ৩০০ লিটার ফরমালিনসহ সাতক্ষীরার কুলিয়া থেকে এক চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দত্তডাঙা এলাকার সুরমা হ্যাচারী থেকে তাকে ফরমালিনসহ আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম কাশেম আলী ফকির। তিনি দেবহাটা উপজেলা চালতেতলা এলাকার জামির আলী ফকিরের ছেলে। ডিবি পুলিশ জানায়, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দত্তডাঙা এলাকার সুরমা হ্যাচারীতে ভারত থেকে অবৈধ পথে আনা ৩০০ লিটার ফরমালিন মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ওই হ্যাচারীর রান্না ঘর থেকে ৩০০ লিটার ফরমালিনসহ আটক করা হয় কাশেম আলী ফকিরকে। ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক কাশেম আলী ফকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা সংবাদটি ১৭৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ