তালায় নগদ টাকাসহ ৪ জুয়াড়ী আটক প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯ | আপডেট: ৭:৫৬:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯ এম,এ,মান্নান, তালা: তালা থানা পুলিশ উপজেলার আলাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা সহ তাস উদ্ধার করা হয়। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল’র সার্বিক তত্বাবধানে বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। ওসি মেহেদী রাসেল জানান, বৃহস্পতিবার গভীর রাতে (শুক্রবার রাত প্রায় ৩টা) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাদীপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মো. শাহাবুদ্দীন সরদার’র ছেলে শাহাদাত হোসেন সরদার’র বাড়িতে জুয়ার বোর্ড চলাকালে এস.আই. কামাল হোসেন’র নেতৃত্বে সেখান থেকে পুলিশ তাস ও নগদ ১১শত টাকা উদ্ধার করে। একইসাথে জুয়া বোর্ডের পরিচালক শাহাদাত সরদার (৩২)কে সহ জুয়াড়ী একই গ্রামের আব্দুল আজিজ শিকদার’র ছেলে লাভলু শিকদার (৩২), মৃত ওয়াজেদ শিকদার’র ছেলে এনামুল শিকদার (২০) ও আজিজ শিকদার’র ছেলে আছাদুল শিকদার (২২)কে গ্রেফতার করা হয়। এঘটনায় ধৃতদের বিরুদ্ধে তালা থানায় জুয়া আইনে একটি মামলা (৬/১৯) দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আটক জুয়াড়িদের সাতক্ষীরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ২৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত