পাইকগাছার কাঠামারীতে সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯ | আপডেট: ১০:৪৮:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা লতার কাঠামারীতে শারদীয় দুর্গাপূজার সর্ববৃহৎ আয়োজন করা হয়েছে। পূজা মন্ডপে স্থাপন করা হয়েছে ৮৩টি প্রতীমা। অসংখ্য প্রতীমা দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতশত সনাতন ধর্মাবলম্বী ভক্তানুরাগীরা আসছে পূজা মন্ডপে। সূত্র মতে, এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৪৮টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মন্ডপগুলোর মধ্যে সবার নজর কেড়েছে উপজেলার লতার কাঠামারী পূজা মন্ডপের সর্ববৃহৎ আয়োজন। এবারই সর্বপ্রথম মন্ডপে স্থাপন করা হয়েছে, বিষ্ণু, ব্রহ্মা, শিব, মনসা, গঙ্গা দেবী, দেবতা অশুরের সমুদ্র মন্থন, অন্ধক অশুর বধ, অহণ্যা পাষাণ, মাধব পাটনার ঘাট, সীতা রামের শিবপূজা, দ্রপদীর বস্ত হরণ, শ্রীকৃষ্ণের যুগোল মিলন, হরিচাঁদ ঠাকুর, রাম কর্তৃক তাড়কা বধ সহ ৮৩টি প্রতীমা। শুক্রবার ঘট স্থাপন ও ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিক পূজা শুরু হলেও শনিবার সপ্তমী থেকে মন্ডপে ভিড় জমতে শুরু করেছে। তবে অষ্টমী থেকে সবচেয়ে বেশি লোক সমাগম ঘটে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে, উপজেলার মধ্যে সর্ববৃহৎ দূর্গা পূজার আয়োজন করায় কাঠামারীর পূজা মন্ডপ সকলের নজর কেড়েছে। পূজা অর্চনার পাশাপাশি সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এছাড়া কনসার্ট, যাত্রাপালা ও কবিগান সহ নানা কর্মসূচির আয়োজন রয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তানুরাগীরা ভিড় করছে মন্ডপে। বহু লোক সমাগমের কারণে মন্ডপে বিরাজ করছে শারদীয় দুর্গা উৎসবের আমেজ। মন্ডপে আসা শিক্ষার্থী ফেন্সি রায় জানায়, এ বছর অনেকগুলো নতুন নতুন প্রতীমা দেখে পূজায় এসে খুব ভাল লেগেছে। গৃহবধু সোমা মল্লিক জানান, অতীতের যেকোন সময়ের চেয়ে এ বছর প্রতীমার সংখ্যা বেশি হওয়ায় উৎসবের আমেজেটাও অনেক বেশি। অর্জুন কুমার মন্ডল জানান, এ বছর সর্ববৃহৎ আয়োজন করায় বিগত যেকোন বছরের চেয়ে লোক সমাগম অনেক বেশি ঘটছে। মন্দির কমিটির সভাপতি সনজিত সরকার জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব এবং লতার কেন্দ্রীয় পূজা মন্দির হওয়ায় এ বছর ধর্মীয় সামাজিক সম্প্রতির বন্ধন দৃঢ় করার লক্ষে প্রত্যন্ত এলাকার এ পূজা মন্ডপে প্রথম বারের মত সর্ববৃহৎ আয়োজন করা হয়েছে। যা মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এত প্রতীমা এর আগে কখনও স্থাপন করা হয়নি। লতা সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতশত ভক্তানুরাগীরা মন্ডপে আসছে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ৩৪৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি