সাতক্ষীরার দু’পত্রিকার সম্পাদক ও সাংবাদিকের নামে মামলায় পাটকেলঘাটা নিউজ ক্লাবের নিন্দা প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও কালের চিত্র পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে উদ্দেশ্য প্রনোদিত মামলার ঘটনায় পাটকেলঘাটা নিউজ ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সভাপতি মোঃ মফিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবু হোসেন, সদস্য মুজিবর রহমান, আমিনুর রহমান সোহাগ, রিপোন হোসাইন, মাহফুজুর রহমান মধু। বিবৃতি দাতারা উদ্দেশ্য প্রনোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ, পত্রিকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক কালের চিত্র’ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ ও ‘দৈনিক পত্রদূত’ পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা পাটকেলঘাটা নিউজ ক্লাবের নিন্দা সংবাদটি ৩৮০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু