পাইকগাছার ছাত্রলীগের একাংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ১০:২৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছার চাঁদখালী ও সোলাদানা ইউনিয়ন কমিটি ঘোষণা করার প্রতিবাদে ছাত্রলীগের একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, রোববার উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু উপজেলার চাঁদখালী ও সোলাদানা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। সম্মেলন ছাড়াই অছাত্রদের দিয়ে পকেট কমিটি করা হয়েছে এমন অভিযোগে ছাত্রলীগের বৃহৎ একটি অংশ সোমবার বিকালে পৌর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগনেতা মাসুদুর রহমান মানিক, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, দীপংকর মন্ডল, মফিজুল ইসলাম, ছাত্রলীগনেতা কবির উদ্দীন সরদার, রায়হান পারভেজ রনি, আজমল হোসেন বাবু, রাসেল মোড়ল, রাসেদুজ্জামান রাশেদ, মাহবুবুর রহমান নয়ন, ইমরান হোসেন, মহসিন, শুভ, মুজাহিদ, মুক্ত অধিকারী, নাঈম ও শাহিনুর রহমান। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে প্রেস কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবী জানান। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২৭৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি