তালায় বসতঘর ভেঙ্গে দিয়ে প্রতিপক্ষ’র রাস্তা নির্মান চেষ্টা প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৯:২৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯ তালা প্রতিবেদক: সাতক্ষীরার তালার উপজেলার আড়ংপাড়া গ্রামে আরশাদ আলী গাজী নামের এক ব্যক্তির প্রায় ৪৫ বছরের পুরাতন পাকা বসতঘর ভেঙ্গে দিয়ে সেখানে জোর করে ইটের রাস্তা নির্মান’র চেষ্টা করা হচ্ছে। যাতায়াতের জন্য সরকারি রাস্তা থাকার পরও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে জোরপূর্বক রাস্তা নির্মান শুরু করেছে। ইউপি সদস্য পদে নির্বাচকে কেন্দ্র করে এক জনপ্রতিনিধির উস্কানিতে দূর্বৃত্তরা পাকা বসতঘর ভেঙ্গে রাস্তা নির্মান’র চেষ্টা করায় এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যার জের ধরে পক্ষ ও প্রতিপক্ষদের মাঝে ইতোপূর্বে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। তালার আড়ংপাড়া গ্রামের মৃত. পাচু গাজীর ছেলে ভুক্তভোগী আরশাদ গাজী জানান, তিনি তার পিতা ও চাচার কাছ থেকে দানপত্র সূত্রে ২৭ শতক জমি প্রাপ্ত হয়ে সেখানে পাকা বসতঘর নির্মান সহ গাছপালা রোপন করে প্রায় ৪৫ বছর ভোগ দখল করছেন। আড়ংপাড়া মৌজার বুজরাত- ১৪৩, ডি.পি- ৬৯ জরিপের বর্তমান ১১৬০ দাগের উক্ত ২৭ শতক জমি নিজ নামে রেকর্ড প্রাপ্ত হয়ে তিনি সরকার বাহাদুরকে খাজনা প্রদান করছেন। এমতাবস্থায় উক্ত জমি জোরদখল করার জন্য প্রতিপক্ষ খোরশেদ গাজী, রাজ আলী গাজী, মোস্তাক গাজী গং অপচেষ্টা শুরু করে। প্রতিপক্ষদের জোর দখল চেষ্টা রোধে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ সমেেয় শালিস করেন। কিন্তু কোনও শালিস মানেনি খোরশেদ গাজী গং। অভিযোগ উঠেছে- ইউপি সদস্য বাবু প্রতিহিংসার জেরে আরশাদ গাজীর বসতঘর ভেঙ্গে দিয়ে জমি জোর দখল করার জন্য প্রতিপক্ষ খোরশেদ গংদের উস্কানি দিয়ে আসছে। তার নেতৃত্বে বসতঘর ভেঙ্গে জমি দখলের কৌশল হিসেবে দখলকৃত জমির উপরে ইটের পাকা রাস্তা নির্মানের অপচেষ্টা শুরু করে দূর্বৃত্তরা। যে কারনে অসহায় আরশাদ আলী জমি বেদখল রোধ সহ অবৈধভাবে রাস্তা নির্মানের প্রতিকার পেতে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে একটি মামলা (১১০৪/১৯) দায়ের করেন। উক্ত মামলা চলমান থাকাবস্থায় ওই জনপ্রতিনিধির উস্কানিতে প্রতিপক্ষ খোরশেদ গং আরশাদ গাজীর পরিবারকে জিম্মি করে সম্প্রতি তর্কীত জমির উপর দিয়ে ইটের ঘরোয়া রাস্তা তৈরি করে। সরকারি রাস্তা থেকে আরশাদ গাজীর বসত ঘর পর্যন্ত ইটের সোলিং করার পর আরশাদ গাজীর পাকা বসতঘর ভাঙ্গার চেষ্টা করলে এলাকার মানুষ এসময় বাঁধা হয়ে দাড়ায়। এ ব্যাপারে স্থানীয় ছাত্তার গাজী জানান, খোরশেদ গংদের বাড়িতে যাতায়াতের জন্য সরকারি রাস্তা থাকার পরও তারা জোর করে আরশাদ আলীর জমি দখলকালে ইটের পাকা রাস্তা নির্মান করে। এমনকি আরশাদ গাজীর পাকা বসতঘর ভেঙ্গে দিয়ে খোরশেদ গং নিজেদের জন্য ইটের রাস্তা নির্মান কাজ চালাতে থাকলে গ্রামবাসীর হস্তক্ষেপে তা বন্ধ হয়। তবে যে কোনও সময় খোরশেদ গং তাদের বাহিনী নিয়ে বসতঘর ভেঙ্গে দিতে পারে বলে ভুক্তভোগী আরশাদ গাজীর পরিবার আশংকা প্রকাশ করেছে। এদিকে, এই দখল ঘটনাকে কেন্দ্র করে যে কোনও সময় রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকার মানুষ আশংকা ব্যক্ত করেছেন। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ২৯৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ