চুকনগরে সাংবাদিক আব্দুল মজিদের স্ত্রীর ইন্তেকাল প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): ডুমুরিয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল মজিদের সহধর্মিনী সারমিন আক্তার (৩২) বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার সময় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন দুরাগ্যো ব্যাধিতে ভুগছিলেন। মূত্যুকালে তিনি স্বামী,১পুত্র ও ১কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে সাংবাদিক মজিদের স্ত্রীর মূত্যুতে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে চুকনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ এক শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সহ সভাপতি শংকর ঘোষ, সাধারন সম্পাদক গৌতম রাহা, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, কোষাদক্ষ ডাঃ এম এ জলিল, ইমরান হুসাইন, বিএম ফিরোজ আহম্মেদ প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি ৩০৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ