তালায় পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে আগুন প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ | আপডেট: ১০:১৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: তালা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ সেপ্টেম্বর রাত অনুমান ৩টার সময় খেশরাা ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত দলিল উদ্দীন গাজীর ছেলে আবু কওছারের বাড়ীতে। এ ঘটনায় তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে জানাযায়, একই এলাকার বাছের আলীর ছেলে আলতাব হোসেন গাজী, মৃত শহর আলী গাজীর ছেলে বাছের আলী গাজী ও খালেক সরদারের ছেলে রিন্টু সরদার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই এক পর্যায়ে গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান ৩টার দিকে পরিকল্পিতভাবে আবু কওছার এর বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল অভিযোগ পবার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা তালায় পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে আগুন সংবাদটি ২৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত