মটর সাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯ | আপডেট: ৭:৪৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় মটর সাইকেল থেকে পড়ে ওয়ালিউল ইসলাম বাচ্চু(৪২) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি থানার জুজখোলা গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়লের পুত্র এবং কলারোয়া উপজেলার বদরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রহন্থাগারিক। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাবার পথে তালা-কলারোয়া সীমান্তবর্তী ধানদিয়া চৌমাথা এলাকায় নিজ মটর সাইকেল থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। হার্ট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে বলে তার পরিবারের ধারণা। নিহতের স্বজনরা জানায়, সকালে বাড়ি থেকে স্কুলে যাবার সময় ধানদিয়া চৌরাস্তার কাছারী মসজিদের কাছে তিনি মটর সাইকেল থেকে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, একপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা মটর সাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু সংবাদটি ২৪৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু