পাটকেলঘাটায় পাটক্ষেত থেকে জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানায়, থানার অভয়তলা গ্রামের শেখ ইয়াকুব আলীর পুত্র শেখ রেজাউল ইসলাম(৫০) কে রবিবার(২৫ আগষ্ট) সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছিল না তার স্বজনরা। সোমবার(২৬ আগষ্ট) সন্ধ্যা ৬টার সময় থানার বাহাদুরপুর পাটক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে বাহাদুরপুর নতুন বাজারের এক জুতা ব্যবসায়ী। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতা বশত কে বা কারা তাকে হত্যা হত্যা করতে পারে। তবে ময়না তদন্ত শেষে বিষয়টি জানা যাবে। নিহততের চাচা স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আজিজুর রহমান জানান, তার চাচাতো ভাইয়ের জুয়া খেলা অভ্যাস ছিল। রাতে জুয়া খেলা করার সময় অন্য জুয়াড়িদের সাথে তার মনোমালিন্য হওয়ায় তাকে হত্যা করে লাশ পাটক্ষেতে ফেলে যায়। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা পাটকেলঘাটায় পাটক্ষেত থেকে জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার সংবাদটি ৪৮৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ