সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন মৃত্যু প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯ | আপডেট: ২:৩৪:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৭) নামে আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহানারা খাতুন সদর উপজেলার কুশখালী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন শাহানারা। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে তাকে খুলনা মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। প্রসঙ্গত, এর আগে ২২ আগস্ট বিকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মাদ্রাসা ছাত্র আলমগীর গাজী। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন মৃত্যু সংবাদটি ২২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ