পাইকগাছায় সাংবাদিক আলাউদ্দিন সোহাগের গুণীজন অ্যাওয়ার্ড লাভ প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯ | আপডেট: ১০:০৯:অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯ পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: ঢাকা থেকে প্রকামিত দৈনিক যায়যায়দিন ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি এসএম আলাউদ্দিন সোহাগ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বন্ধন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত “বন্ধন গুণীজন অ্যাওয়ার্ড” লাভ করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বন্ধন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বন্ধন গুণীজন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। বন্ধন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বন্ধন গুণীজন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু এবং প্রধান বক্তা ছিলেন, মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক সহ বিভিন্ন পেশার মোট ২৩জনকে বন্ধন গুণীজন অ্যাওয়ার্ড দেয়া হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা পাইকগাছায় সাংবাদিক আলাউদ্দিন সোহাগের গুণীজন অ্যাওয়ার্ড লাভ সংবাদটি ২০২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি