তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪ | আপডেট: ৫:১০:অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

সাতক্ষীরার তালায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তালা উপজেলা তেতুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার(১৯ অক্টোবর) বেলা বারোটায় শুভাষিনী অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জাতীয় নির্বাচন বিষয়ক সচিব, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কেন্দ্রীয় শূরা সদস্য জেলা তারবিয়াত সেক্রেটারী ডা: মাহমুদুল হক, তালা উপজেলা সাবেক আমীর জেলা ইউনিট সদস্য ডা: আফতাব উদ্দীন, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা আমীর মনিরুজ্জামান শামীম, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেতুলিয়া ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল হালিম, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মুস্তাফিজুর রহমান, সরুলিয়া ইউনিয়নের আমীর হাফেজ শাহ্ আলম, আল জুবায়ের ফাউন্ডেশন এর পরিচালক নাজমুল হক খান, মাওলানা রেজাউল ইসলাম প্রমূখ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তালা উপজেলার বারোটা ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন আজ পানির মধ্যে নিমজ্জিত। হাজার হাজার পরিবার পানির ভিতরে মানবতার জীবন কাটাচ্ছে । এমতাবস্থায় জামায়াতে ইসলামীর এটুকু সহযোগিতা কোন মানুষের উপকারে আসবে না জানি, তারপরও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো মাত্র । তিনি এলাকার বিত্তবানদের বন্যা কবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান ।

 

ইয়াছীন আলী সরদার/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স