চুকনগরে মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারী-শিশু-বৃদ্ধসহ আহত ১৫

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯ | আপডেট: ৪:৩৪:অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর(খুলনা) সংবাদদাতা:
চুকনগরে মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারী,শিশু ও বৃদ্ধসহ আহত হয়েছে ১৫জন। এদের মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক। শনিবার সকাল ৮টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের কাঁঠালতলা বাজার নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে যাওয়া পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-০৯৬২)ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকা মেট্রো-চ-(১১-৪৬৫৮) শনিবার সকাল ৮টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের কাঁঠালতলা বাজার নামকস্থানে পৌছুলে একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অনন্ত ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক। আহতরা হলেন পাইকগাছার ইসারত মোড়লের পুত্র আকবার হোসেন মোড়ল(৫৫), কালিগঞ্জের আব্দুর রহিমের স্ত্রী রেহেনা বেগম (৪৫), কালিগঞ্জের আব্দুর রহিমের পুত্র আজমির হোসেন(৮), কালিগঞ্জের সোবহান আলীর পুত্র আব্দুল আজিজ(২৫), শ্যামনগরের বরকত আলীর পুত্র ইব্রাহিম হোসেন (২৫), কালিগঞ্জের ইব্রাহিম হোসেনের স্ত্রী ফারিয়া বেগম(২২), কালিগঞ্জের মৃত আমীর আলীর পুত্র নুরুল ইসলাম(৬০), কালিগঞ্জের আব্দুর জব্বারের পুত্র মিজানুর রহমান (২৭), কালিগঞ্জের ইউনুস আলীর পুত্র পলাশ হোসেন (৩২), খুলনার নতুন বাজারের নুর ইসলামের পুত্র সগীর হোসেন(৩২), রুপসা ঘাটের আবু হাসানের পুত্র জামাল উদ্দীন(৩৫), সাতক্ষীরার শারমিন বেগম(৩০)। এদেরকে ডুমুরিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসে কর্মতর সদস্য ও চুকনগর হাইওয়ে পুলিশের সহযোগীতায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে দুমড়ে মুসড়ে যাওয়া গাড়ি দুটি চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পে পুলিশের হেফাজতে আছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক