ডুমুরিয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা
![ডুমুরিয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা](https://www.sundarbontimes.com/wp-content/uploads/2020/04/socide-bish.jpg)
খুলনার ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে দীপ মন্ডল (১৭) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুটুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গুটুদিয়া গ্রামের দীপাঙ্কর মন্ডলের ছেলে দশম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্র দীপ মন্ডল ঘটনার দিন দুপুরে তার মায়ের কাছে টাকা চায়। এ সময় টাকা দিতে না পারায় মায়ের উপর অভিমান করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া নিশ্চিত করেছেন।