ডেনমার্ক রাজকুমারীর আগমনকে ঘিরে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২ | আপডেট: ৪:৫৮:অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২ উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের সফরে সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। রাজকুমারীর ভ্রমন সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে স্থানীয় প্রশাসন। আর তার ভ্রমণকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে। ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সাতক্ষীরার শ্যামনগর ভ্রমণ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল থেকে ২৭ এপ্রিল পযর্ন্ত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ। রাজকুমারীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সফরসূচি অনুযায়ী ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ২৭ এপ্রিল সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি আরও জানান, রাজকুমারীর সার্বিক নিরপত্তার বিষয়টি মাথায় রেখে ২৬-২৭ এপ্রিল সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ভ্রমণের পাস বন্ধ রাখা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো বনজীবীও সুন্দরবনে প্রবেশ করতে পারবে না। জেলা তথ্য অফিস থেকে দেয়া সফরসুচি অনুযায়ি,সফরসূচি অনুযায়ী রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে শ্যামনগরের টাইগার পয়েন্টে পৌঁছাবেন। রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে চড়ে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পায়ে হাঁটবেন এবং জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকা ঘুরে দেখবেন। ওই এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন রাজকুমারী। এসময় তিনি বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রির্সোটে মধ্যহ্নভোজ করবেন। এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথেও কথা বলবেন। এরপর তিনি শ্যামনগরের কুলতলী গ্রাম পরিদর্শন ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকা পরিদর্শন করবেন। একই সঙ্গে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন এবং বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন। এছাড়াও তিনি সুন্দরবন ভ্রমণ এবং বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন আগমনকে ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো এলাকা। সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে এসএসএফ। জেলা ও থানা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৩৯১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের