চুকনগর ডিগ্রী কলেজে নবাগত ছাত্র-ছাত্রীদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯ | আপডেট: ৮:৫১:অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯ চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগর ডিগ্রী কলেজে নবাগত ছাত্র-ছাত্রীদের অভিষেক অনুষ্ঠানে উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে কলেজ অডিটোরিয়ামে শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ এস এম জুলফিকার আলী জুলু। শিক্ষক প্রতিনিধি প্রভাষক সাধনা কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক হাফিজ মাহমুদ, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক আনিচুর রহমান, অধ্যাপক কল্যান কান্তি হালদার, অধ্যাপক আনন্দ সরকার, প্রভাষক নিকুজ্ঞ বিহারী মন্ডল, প্রভাষক অসীম ভট্রাচার্য, প্রভাষক হাফেজ ইয়াসিন আহম্মেদ, প্রভাষক হুমায়ন কবির, ছাত্র শাহাজান তাসকিন শুভ, ছাত্রী বৃষ্টি সরকার প্রমুখ। এছাড়া নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর নবাগত ছাত্র-ছাত্রীদের অভিষেক সংবাদটি ২৭৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু