তালায় ইজিবাইকে গায়ের চাদর জড়িয়ে এক বৃদ্ধের করুণ মৃত্যু প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ | আপডেট: ৬:৩৮:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ সাতক্ষীরা জেলার তালা উপজেলার জাতপুর-মহান্দী সড়কের জাতপুর শাপলা প্রি-ক্যাডেট স্কুলের সামনে গায়ের চাদর ইজিবাইকের মটরে জড়িয়ে মোজাহার মোল্যা(৬০) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। নিহত মোজাহার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত জরিপ মোল্যার ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার(২৫ নভেম্বর) বিকাল ৩ টার দিকে তালার খেজুর বুনিয়া বাজার থেকে ইজিবাইকে করে জাতপুর বাজারে আসার পথে জাতপুর শাপলা প্রি- ক্যাডেট স্কুলের সামনে আসলেই গলায় জড়ানো চাদর ইজিবাইকের মটরে জড়িয়ে গলা কেটে ঘটনাস্থলেই সে নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে ঘাতক ইজিবাইকটি আটক করেছেন। সংবাদটি ৫১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত