ডুমুরিয়ায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ | আপডেট: ৬:০৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের যশোর রোডের উত্তর পাশে রোডস এন্ড হাইওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা চল্লিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান ও এ এইচ এম মাহমুদ হাসান, সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ হাফিজুর রহমান প্রমুখ। সংবাদটি ২০৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়