তালা ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১ | আপডেট: ১২:৪১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১ বা থেকে: ১নং ধানদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন(টেবিল ফ্যান), ২নং নগরঘাটা ইউনিয়নে কামরুজ্জামান লিপু(নৌকা), ৩নং সরুলিয়া ইউনিয়নে মাস্টার শেখ আব্দুল হাই (মটরসাইকেল), ৫নং তেঁতুলিয়া ইউনিয়নে আবুল কালাম(নৌকা), ৬নং তালা সদর ইউনিয়নে সরদার জাকির হোসেন(নৌকা), ৭নং ইসলামকাটি ইউনিয়নে গোলাম ফারুক(চশমা), ৮নং মাগুরা ইউনিয়নে গনেষ দেবনাথ(নৌকা), ৯নং খলিষখালী ইউনিয়নে মোল্লা সাবীর হোসেন(হাতুড়ী), ১২নং খলিলনগর ইউনিয়নে প্রনব ঘোষ বাবলু(নৌকা), ১০নং খেশরা ইউনিয়নে কামরুল ইসলাম লাল্টু(আনারস), ১১নং জালালপুর ইউনিয়নে এম মফিদুল ইসলাম লিটু(আনারস)। সাতক্ষীরার তালা উপজেলার ১১টি ইউনিয়নের ৫টিতে নৌকা ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। তবে ইভিএম ৩ইউপিতেই বে-সরকারী ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ী ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটাররা প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বত:স্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৩টি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। ৩নং সরুলিয়া ইউনিয়নে মাস্টার শেখ আব্দুল হাই (মটরসাইকেল) ৫ হাজার ৬শত ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রব পলাশ(আনারস) ৫ হাজার ৪শত ২৭ ভোট পেয়েছেন। অপর দিকে মো: মতিয়ার রহমান(নৌকা) পেয়েছেন ৫ হাজার ৩শত ৭১ ভোট। ৬নং তালা সদর ইউনিয়নে সরদার জাকির হোসেন(নৌকা) ৭ হাজার ৮শত ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস.এম নজরুল ইসলাম(লাঙ্গল) ৭ হাজার ১শত ১৯ ভোট পেয়েছেন। ১২নং খলিলনগর ইউনিয়নে প্রনব ঘোষ বাবলু(নৌকা) ১০ হাজার ৩শত ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস.এম আজিজুর রহমান রাজু(আনারস) ৭ হাজার ৩শত ৩৫ ভোট। ৫নং তেঁতুলিয়া ইউনিয়নে আবুল কালাম(নৌকা) ১১ হাজার ১শ ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফতাব উদ্দিন(চশমা) পেয়েছেন ২ হাজার ৩ শত ভোট। সর্বশেষ বেসরকারী তথ্য মতে, রাত ১১টা পর্যন্ত ১নং ধানদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন(টেবিল ফ্যান), ২নং নগরঘাটা ইউনিয়নে কামরুজ্জামান লিপু(নৌকা), ৭নং ইসলামকাটি ইউনিয়নে গোলাম ফারুক(চশমা), ৮নং মাগুরা ইউনিয়নে গনেষ দেবনাথ(নৌকা), ৯নং খলিষখালী ইউনিয়নে মোল্লা সাবীর হোসেন(হাতুড়ী), ১০নং খেশরা ইউনিয়নে কামরুল ইসলাম লাল্টু(আনারস), ১১নং জালালপুর ইউনিয়নে এম মফিদুল ইসলাম লিটু(আনারস) প্রতীক নিয়ে প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন। সংবাদটি ১৭২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত