সাতক্ষীরার সীমান্ত থেকে ৮০ভরি ওজনের সোনার বারসহ এক সোনা পাচারকারি আটক প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১ | আপডেট: ৮:৪১:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১ ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ৮০ভরি ওজনের ৮টি সোনার বারসহ বিল্লাল হোসেন নামের এক সোনা পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত সোনা পাচারকারি হলো-সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের আমির সরদারের ছেলে। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য সাড়ে ৫৮ লাখ টাকা। রোববার (২৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, সকাল ১০ টার দিকে ভারতে পাচারকালে সাতক্ষীররা তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১২/৪-এস থেকে এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাধ এর উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের বাজার মূল্য সাড়ে ৫৭ লাখ ৪০ হাজার টাকা। আটককৃত পাচারকারি বিল্লাল হোসেনকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৫৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক